চলতি ২০২৫ সালের হজ মৌসুমে অতিরিক্ত গরম থাকা সত্ত্বেও কোনো হজযাত্রীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। গত বছরের তুলনায় গরমজনিত অসুস্থতার হার ছিল প্রায় ৯০ শতাংশ কম, যা এক অসামান্য অগ্রগতি বলে মনে করছে দেশটির সরকার।
গতকাল শুক্রবার (৬ জুন) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি হজ মন্ত্রণালয় জানায়, এই সাফল্যের কৃতিত্ব মূলত সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, নার্স ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “হজযাত্রীদের সুবিধার্থে ছায়াযুক্ত এলাকার পরিমাণ বৃদ্ধি, উন্নত কুলিং সিস্টেম স্থাপন, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যাপক সচেতনতামূলক কার্যক্রমের কারণে এবার গরমের মাঝেও হাজিরা তুলনামূলকভাবে স্বস্তিতে হজ পালন করতে পেরেছেন।”
সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও স্বাস্থ্যবান্ধব করতে নেয়া হয়েছে নানামুখী উদ্যোগ। বিবৃতিতে বলা হয়, “আমরা চাই প্রতিটি হজযাত্রী যেন নিরাপদে, স্বস্তিতে এবং পূর্ণ ধর্মীয় আবেগ নিয়ে হজ সম্পন্ন করতে পারেন।”
উল্লেখ্য, মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে জুন মাসে তাপমাত্রা প্রায়ই ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ২০২৪ সালের হজ মৌসুমে গরমের কারণে প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৩ শতাধিক হজযাত্রী। এবার ২০২৫ সালে হজ শুরু হয় ৪ জুন এবং শেষ হয় ৬ জুন।
সৌদির পরিসংখ্যান ব্যুরো গাস্তাতের তথ্য অনুযায়ী, এবার হজ করেছেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬৫০ জন ছিলেন সৌদি আরবের নাগরিক এবং বাকিরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত।