আইপিএল ২০২৫ আসরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন ২৩ বছর বয়সী তরুণ ব্যাটার সাই সুদর্শন। গুজরাট টাইটান্সের হয়ে খেলতে নামা এই বাঁ-হাতি ওপেনার গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ইতিহাস গড়লেন মাত্র ৩৫তম ইনিংসে ১৫০০ রান পূর্ণ করে। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং রুতুরাজ গায়কোয়াড়কে, যারা ৪৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।
গুজরাট টাইটান্সের ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়ে নেমে ২৩ বলে ৯টি চার মেরে ৪৮ রানের ইনিংস খেলেন সুদর্শন। এদিন তার প্রয়োজন ছিল মাত্র ১০ রান—সেটি পূর্ণ করেই পৌঁছে যান ১৫০০ রানে। ইনিংস শেষে তার রান দাঁড়ায় ১৫৩৮।
শুধু এখানেই থেমে থাকেননি তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ২০০০ রান পূর্ণ করেছেন সুদর্শন, যেখানে তিনি খেলেছেন মাত্র ৫৪ ইনিংস। এই তালিকায় শুধুমাত্র শন মার্শ তার চেয়ে এগিয়ে, যিনি করেছিলেন ৫৩ ইনিংসে।
বর্তমানে আইপিএল ২০২৫-এ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন সুদর্শন। এখন পর্যন্ত ১০ ম্যাচে তার সংগ্রহ ৫০৪ রান, গড় ৫০.৪০ এবং স্ট্রাইকরেট ১৫৪.১২। সূর্যকুমার যাদবকে পেছনে ফেলে তিনি বর্তমানে কমলা ক্যাপের অধিকারী।
গেল ম্যাচে গুজরাট ৩৮ রানে হারিয়েছে হায়দরাবাদকে। সুদর্শনের এমন ফর্মে সাবেক ভারতীয় কোচ এবং ধারাভাষ্যকার রবী শাস্ত্রী জাতীয় দলে তাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। আসন্ন ২০ জুন শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজেই তিনি সুদর্শনকে ভারতীয় দলে দেখতে চান।
জাতীয় দলের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সাই সুদর্শনের এমন উত্থান নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।