কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা—বাসর রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বর খালেকুজ্জামান ডিউট। স্বামীর মরদেহের পাশে বসে স্মরণীয় রাতটি কাটিয়ে দেন নববধূ লাভলী আক্তার (২১)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) দুপুরে ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভলীর সঙ্গে একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে খালেকুজ্জামানের বিয়ে সম্পন্ন হয়। দিনভর আনন্দ-উৎসব শেষে রাতে নববধূ বাসর ঘরে বরকে অপেক্ষায় ছিলেন।
রাত ১২টার দিকে বর বাসর ঘরে প্রবেশ করেন এবং নববধূর কাছে এক গ্লাস পানি চান। হঠাৎ করেই তিনি চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। লাভলীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। পরে নিশ্চিত হওয়া যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
বিয়ের ২৪ ঘণ্টাও কাটেনি—এর মধ্যেই স্বামী হারিয়ে নিঃশব্দে চোখের জলে শেষ বিদায় জানান লাভলী। শুক্রবার (২ মে) বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
লাভলীর চাচা, সাবেক ইউপি সদস্য শাহ আলম জানান, “খালেকুজ্জামান আগেও বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর লাভলীর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়। কে জানত, সেই রাতই হবে তার জীবনের শেষ রাত।”
শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া শোহেল বলেন, “এমন ঘটনা খুবই বিরল এবং কষ্টদায়ক। নিয়তির ওপরে কারও হাত নেই।”