চলতি মে মাসে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের আগে প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। দুটি সিরিজের সময়সূচি ইতোমধ্যে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৫ মে থেকে পাকিস্তানের বিপক্ষে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের সিরিজ। প্রথম দুটি ম্যাচ হবে ফয়সালাবাদে (২৫ ও ২৭ মে), আর বাকি তিনটি রাওয়ালপিন্ডিতে (৩০ মে, ১ জুন, ৩ জুন)।
রোববার (৪ মে) বিকেলে সিরিজ দুটি জন্য দল ঘোষণা করবে বিসিবি। ধারণা করা হচ্ছে, নেতৃত্বে দেখা যাবে লিটন কুমার দাসকে। টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে আগেই সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় দেখা যেতে পারে নাহিদ রানা কিংবা তানজিম হাসান সাকিবকে।
লিটন দাস (অধিনায়ক)
তানজিদ হাসান তামিম
পারভেজ হোসেন ইমন
তাওহীদ হৃদয়
শামিম হোসেন পাটোয়ারী
জাকের আলী অনিক
মেহেদী হাসান মিরাজ
নুরুল হাসান সোহান
শেখ মেহেদী হাসান
রিশাদ হোসেন
শরিফুল ইসলাম
নাসুম আহমেদ
হাসান মাহমুদ / নাহিদ রানা
তানজিম হাসান সাকিব
মুস্তাফিজুর রহমান
দলের পারফরম্যান্সে নতুনদের পাশাপাশি অভিজ্ঞরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।