চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে শনিবার (১০ মে) বিকেল ৩টায় বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। কড়া রোদ উপেক্ষা করেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জমায়েত হচ্ছেন। চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে জনস্রোতে রূপ নিয়েছে পুরো এলাকা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও অংশ নিচ্ছেন, এবং লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে চট্টগ্রাম বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করছেন। কেন্দ্রীয় নির্দেশনায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নানা প্রস্তুতি নিয়েছে এই মহাসমাবেশকে সফল করতে। স্থানীয় থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে হয়েছে প্রচারণা ও সভা-সমাবেশ।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেন, “আমাদের মূল লক্ষ্য এক কোটি তরুণ ভোটারকে রাজনীতির প্রতি উদ্বুদ্ধ করা, এবং রাষ্ট্র গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন বলেন, “এই গরমেও বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তরুণদের অধিকার প্রতিষ্ঠা করা হবে।”