বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৪ অথবা ৫ মে দেশের মাটিতে পা রাখতে পারেন। এমন ইঙ্গিত দিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে ঢাকা পোস্ট-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে ম্যাডামকে আগামী ৪-৫ মে লন্ডন থেকে দেশে আনার প্রস্তুতি নিচ্ছি।”
তবে নির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি। সাত্তার বলেন, “আসলে ম্যাডামকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে হবে। সেটি চূড়ান্ত করার বিষয় রয়েছে। পাশাপাশি ম্যাডামের শারীরিক অবস্থার দিকটাও বিবেচনায় নিতে হচ্ছে। সবদিক বিবেচনায় আমরা এই সম্ভাব্য তারিখ ধরেই প্রস্তুতি নিচ্ছি।”
প্রসঙ্গত, গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশে ফেরা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি।