ঢাকা | বঙ্গাব্দ

ভারতের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2025 ইং
ভারতের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ছবির ক্যাপশন:
ad728

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ সময় পেহেলগাম হামলার ঘটনায় ভারতের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলেও আশ্বস্ত করেন হেগসেথ।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং তাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।

অপরদিকে রাজনাথ সিং বলেন, সন্ত্রাসী সংগঠনকে প্রশিক্ষণ ও অর্থায়ন করার ইতিহাস রয়েছে পাকিস্তানের। একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পরিচয় এখন স্পষ্ট। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। বিশ্ব আর এই সন্ত্রাসবাদ থেকে চোখ বন্ধ করে থাকতে পারে না।

ভারত ও পাকিস্তানের মধ্যে লাইন অব কন্ট্রোলে (এলওসি) টানা সাতদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটে। এরপরই ভারতের প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেন।

এর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। সে সময় রুবিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন করেন। পাশাপাশি তিনি চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী এলওসি-র কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ট্যাংক, কামান, গোলা এবং তাজা গুলি নিয়ে এই মহড়ায় বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন।

সেনাবাহিনীর সূত্র জানায়, শত্রুপক্ষের যেকোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়ার জন্যই এই মহড়ার আয়োজন করা হয়েছে।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের তথ্যমতে, গতকাল ভারতীয় সেনারা বিনা উসকানিতে এলওসির কিয়ানি ও মন্ডল সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। জবাবে পাকিস্তান সেনারা ভারতীয় কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়। এরপরই সীমান্তে বড় পরিসরে সামরিক মহড়া চালানো হয়।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। ভারত এই ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে, যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।


সূত্র: এনডিটিভি, এক্সপ্রেস ট্রিবিউন


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ