ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুর সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে ভারতীয় দুই নাগরিক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : May 2, 2025 ইং
দিনাজপুর সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে ভারতীয় দুই নাগরিক আটক ছবির ক্যাপশন: প্রতীকী ছবি
ad728
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে দুই বাংলাদেশি কৃষক আটক হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকার ৩২০ নম্বর মেইন পিলারের কাছাকাছি ধান কাটার সময় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী গ্রামগুলোতে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয়রা সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে ভারতীয় দুই নাগরিক অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে আটক করেন। পরে তাদেরকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানিয়েছে, বিএসএফের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য যে, চলতি বছরের ২৪ জানুয়ারি একই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার ঘটনায় এক ভারতীয় কৃষককে আটক করেছিল স্থানীয়রা।

নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
ঈদে ভ্রাতৃত্ব ও ত্যাগের বার্তা, শুভেচ্ছায় মুখর বলিউড ও দক্ষ

ঈদে ভ্রাতৃত্ব ও ত্যাগের বার্তা, শুভেচ্ছায় মুখর বলিউড ও দক্ষ