ঢাকা | বঙ্গাব্দ

লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার জিতল ‘প্রিয় মালতী’

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2025 ইং
লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার জিতল ‘প্রিয় মালতী’ ছবির ক্যাপশন:
ad728

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে। এবার এই সিনেমা যুক্ত হলো নতুন এক সম্মাননায়—লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক পুরস্কার জিতেছে সিনেমাটি।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজেই সামাজিক মাধ্যমে এ সুখবরটি শেয়ার করেছেন। পরিচালক শঙ্খ দাশগুপ্তও এক ফেসবুক পোস্টে লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ‘প্রিয় মালতী’ লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের দর্শক পুরস্কার জিতেছে। যারা আমাদের গল্পে বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।”

উল্লেখ্য, গেল ডিসেম্বরেই ‘প্রিয় মালতী’ ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতেছিল। এছাড়া ছবিটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয়ে দর্শকদের প্রশংসা কুড়ায়।

এ বিষয়ে মেহজাবীন বলেন, “অনেক কঠিন সময় পেরিয়ে আজকের এই অর্জন। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে এই সাফল্য উদযাপন করছি। এ অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।”

লন্ডনে অনুষ্ঠিত এই উৎসবটি চলেছে ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত। সেখানে ‘প্রিয় মালতী’ পেয়েছে দর্শকের উষ্ণ সাড়া ও ভালোবাসা।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’