ঢাকা | বঙ্গাব্দ

দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2025 ইং
দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের ছবির ক্যাপশন:
ad728

দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচন দিন।”

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি, সময়ক্ষেপণ না করে সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিন। আজ যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটি সর্বপ্রথম বিএনপিই সামনে এনেছে।”

তিনি আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এনেছিলেন। আজ বহু মিডিয়া যাদের কথা প্রচার করছে, সেই সংস্কার ও স্বাধীনতার ভিত্তি তিনিই স্থাপন করেছিলেন।”

বিএনপি মহাসচিব বলেন, “সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান। এমন কঠিন সময়েও তারেক রহমান ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন। আজকের এই সমাবেশ থেকে আমরা বলছি— যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করুন এবং অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। যেসব বিষয়ে এখনো একমত হয়নি, তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন সম্ভব।”

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “রাজনৈতিক দল ও জনগণকে উপেক্ষা করে এমন কোনো চুক্তি করবেন না, যা দেশের স্বার্থের পরিপন্থী।”


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা জোরদার করেছে ভারত

বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা জোরদার করেছে ভারত