ঢাকা | বঙ্গাব্দ

উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত, বাংলাদেশিরা পাবেন নতুন স্বাদ

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং
উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত, বাংলাদেশিরা পাবেন নতুন স্বাদ ছবির ক্যাপশন:
ad728

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসা করছেন তিনি অনেক দিন ধরেই, এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন এক উদ্যোগ—উটের দুধের ব্যবসা।


সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিনেত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করে বাংলাদেশে বাজারজাত করবেন তিনি। তার ভাষায়, "আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।"

মিষ্টি জানান, উটের দুধের চাহিদা বাড়ছে এবং অনেকেই এই বিশেষ ধরনের দুধ সম্পর্কে জানতে চান। "আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন," বলেন তিনি।

উটের দুধ যাতে সহজলভ্য হয়, সে লক্ষ্যেই ২০০ মিলিলিটারের প্যাকেটে বাজারে আনার পরিকল্পনা রয়েছে তার।

অভিনয়ের ক্ষেত্রেও মিষ্টি জান্নাত ব্যস্ত সময় পার করছেন। সামনে আসছে তার দুটি বড় বাজেটের সিনেমা ও একটি ওয়েব ফিল্ম। ওয়েব ফিল্মটিতে তাকে দেখা যাবে একজন সাইকো কিলারের চরিত্রে।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসায়িক উদ্যোগে তার পদক্ষেপ দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
বিচ্ছেদের উপহার রাখবেন না? নতুন সমাধান নিয়ে এলো টিন্ডার

বিচ্ছেদের উপহার রাখবেন না? নতুন সমাধান নিয়ে এলো টিন্ডার