‘এই ঈদ ত্যাগের, ভ্রাতৃত্ব বিরাজ করুক’: ঈদ উল আযহায় শুভেচ্ছায় মুখর বলিউড ও দক্ষিণী তারকারা
বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদ উল আযহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এই উৎসব ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের রেশ। এই আনন্দে পিছিয়ে নেই ভারতীয় বিনোদন জগতের তারকারাও।
বলিউডের শাহরুখ খান, সালমান খান, আমির খান, সাইফ আলি খান প্রায় প্রতি বছর ঈদ উদযাপন করেন আড়ম্বরভাবে। যদিও এবারের ঈদ উপলক্ষে এখনও তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা আসেনি।
তবে দক্ষিণী সুপারস্টার কমল হাসান তার ভক্তদের উদ্দেশে বলেন, “ত্যাগ স্মরণের মহান দিন এই ঈদ। উদযাপনকারী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা। সাম্য ও ভ্রাতৃত্ব বিরাজ করুক! ঈদ মোবারক।”
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সাইরা বানো একটি পুরোনো ভিডিও শেয়ার করে বলেন, “ঈদ উল আযহা কেবল উৎসব নয়, এটি বিশ্বাস ও নম্রতার প্রতীক। আমাদের সহানুভূতি ও মানবিকতা প্রকাশের সময়।”
এছাড়াও দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন এবং বলিউড অভিনেতা অনুপম খের সামাজিক মাধ্যমে বিশেষ বার্তার মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে এদের পোস্ট ও শুভেচ্ছাবার্তাগুলো ছড়িয়ে পড়েছে দ্রুত, যা প্রমাণ করে—এই উৎসব শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ঐক্য ও সহানুভূতিরও প্রতীক।