ঈদুল আজহা উপলক্ষ্যে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সস্ত্রীক সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে। শনিবার (৭ জুন) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। সাক্ষাতকালে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সমঝোতার বিষয়েও আলোচনা হয়।
এদিকে, দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কোরবানির ত্যাগ ও সহমর্মিতার মহান বার্তা নিয়ে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা।