ঢাকা | বঙ্গাব্দ

আইপিএল শেষ ম্যাক্সওয়েলের, কপাল খুলছে যে অলরাউন্ডারের

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2025 ইং
আইপিএল শেষ ম্যাক্সওয়েলের, কপাল খুলছে যে অলরাউন্ডারের ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

চলমান আইপিএলে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর তিনি আর মাঠে নামেননি। এরপর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তার পরিবর্তে সুযোগ পান তরুণ ক্রিকেটার সূর্যাংশ শেড়গে।

ম্যাক্সওয়েলের ইনজুরি প্রসঙ্গে পাঞ্জাব দলের তারকা ক্রিকেটার মার্কাস স্টয়নিস বলেন, “দুর্ভাগ্যজনকভাবে ম্যাক্সির আঙুলে চোট লেগেছে। ম্যাচের আগের অনুশীলনে সে আঘাত পেয়েছিল। শুরুতে মনে হয়নি বিষয়টা গুরুতর, তবে পরে স্ক্যান রিপোর্টে দেখা গেছে চোটটা বেশ খারাপ। আমার মনে হয়, তার আইপিএল শেষ।”

দলের প্রধান কোচ রিকি পন্টিংও এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ম্যাক্সওয়েলের জায়গায় এখনও পর্যন্ত সঠিক বিকল্প খুঁজে পাননি বলেই জানান তিনি। “১২তম ম্যাচের পর হাতে থাকবে আর মাত্র দুটি ম্যাচ। তাই বিকল্প ক্রিকেটার খুঁজে বের করতেই হবে। দলে থাকা আজমাতুল্লাহ ওমরজাই ও অ্যারন হার্ডির মতো খেলোয়াড়দেরও বিবেচনায় রাখা হচ্ছে,” বলেন পন্টিং।

তিনি আরও ইঙ্গিত দেন, ম্যাক্সওয়েলের জায়গায় কোনো ভারতীয় ক্রিকেটারকেও সুযোগ দেওয়া হতে পারে। পন্টিং বলেন, “এই মুহূর্তে উপযুক্ত বিকল্পের অভাব রয়েছে। তবে তরুণ ভারতীয় প্রতিভাদের মধ্যে থেকে কাউকে সুযোগ দেওয়া যেতে পারে।”


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইএসআই-প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করল পাকিস্তান

আইএসআই-প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করল পাকিস্তান