ঢাকা | বঙ্গাব্দ

সালমান দিনে একরকম, রাতে অন্যরকম: বিস্ফোরক দাবি মিকা সিংয়ের

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2025 ইং
সালমান দিনে একরকম, রাতে অন্যরকম: বিস্ফোরক দাবি মিকা সিংয়ের ছবির ক্যাপশন:
ad728

বলিউড সুপারস্টার সালমান খান সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় ভারতীয় র‍্যাপার মিকা সিং। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে মিকা বলেন, সালমান দিনে একরকম, রাতে অন্যরকম। তার মতে, সালমানের অনেক দিক সাধারণ মানুষের অজানা।

মিকা জানান, ‘সালমান ভাই যদি দু পেগ মদ খেয়ে ফেলেন, তাহলে তিনি আর নিজের মধ্যে থাকেন না। তখন তিনি সবাইকে বন্ধু মনে করেন, হাসেন, মজা করেন। এমনকি একবার তো নিজের ভাইদেরই চিনতে পারেননি। তবে বেহুঁশ কখনো হন না সালমান, কারণ তিনি জানেন যে তিনি একজন তারকা এবং তার আচরণে দেশের সম্মান জড়িত।’

সালমানের মুড বোঝাও খুব কঠিন বলে জানান মিকা। ‘মুড ভালো থাকলে সালমান একেবারে রাজা, আর মুড খারাপ থাকলে তিনি ভয়ংকর গম্ভীর, এমনকি গুণ্ডার মতো আচরণ করেন। দিনে তিনি কিছুটা খিটখিটে থাকেন, আর সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত সময়টাই তার সঙ্গে কথা বলার জন্য সবচেয়ে ভালো সময়,’ বলেন মিকা।

সালমান খান ও শাহরুখ খানের বন্ধুত্ব নিয়েও কিছু অভিজ্ঞতা শেয়ার করেন র‍্যাপার মিকা সিং। বলিউডের দুই মহাতারকার সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনা হলেও, এমন ব্যক্তিগত পর্যবেক্ষণ বিরলই।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড