ঢাকা | বঙ্গাব্দ

এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযোগী: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2025 ইং
এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযোগী: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছবির ক্যাপশন:
ad728

জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ জুন) ঈদের দিনে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এপ্রিল মাসে প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকে। এ সময়ে রোজা শেষ হওয়ার পরপরই পাবলিক পরীক্ষা চলবে। এই প্রেক্ষাপটে নির্বাচন আয়োজন যথাযথ হবে না। তাছাড়া রোজার মধ্যে নির্বাচনী প্রচারণা করাও কঠিন হবে।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমাদের স্ট্যান্ডিং কমিটি এ বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে মতামত দিয়েছে। আমরা মনে করি ডিসেম্বর মাসেই নির্বাচন হওয়া উচিত, সেটাই জনগণের প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।”

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “দলের পক্ষ থেকে, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও আমি দেশবাসীকে ঈদ মোবারক জানাই।”

তিনি কাজী নজরুল ইসলামের 'কোরবানি' কবিতা উদ্ধৃত করে বলেন, “এই দিনে আমরা সত্য ও ত্যাগের শিক্ষা গ্রহণ করি। এটি আমাদের ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে একটি মানবিক সমাজ গঠনের বার্তা দেয়।”

জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেন প্রমুখ। পরে তাঁরা বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উপদেষ্টা আবদুস সালাম, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম, টুকু, মীর নেওয়াজ আলীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
"আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা

"আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা