ঢাকা | বঙ্গাব্দ

আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শুক্রবার এনসিপির বিক্ষোভ সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2025 ইং
আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শুক্রবার এনসিপির বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন:
ad728

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২ মে) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।”

এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে এনসিপির ঢাকা মহানগর শাখা। কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এ সময় তিনি বলেন, “আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণ-অভ্যুত্থানের পর তারা রাজনীতি করার নৈতিক বৈধতা হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না। আগামী জুলাইয়ে গণ-অভ্যুত্থান-পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ফ্যাসিবাদ পুনর্বাসনের যে কোনো চেষ্টা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিহত করা হবে।”


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন