ঢাকা | বঙ্গাব্দ

নির্দেশনা না মানায় বিমানের মদিনা-ঢাকা ফ্লাইট অবতরণ করল সিলেটে

  • নিউজ প্রকাশের তারিখ : May 2, 2025 ইং
নির্দেশনা না মানায় বিমানের মদিনা-ঢাকা ফ্লাইট অবতরণ করল সিলেটে ছবির ক্যাপশন:
ad728

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ফ্লাইট শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) ঘটে যাওয়া এ ঘটনায় বিমান বাংলাদেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, নোটাম হচ্ছে একটি আন্তর্জাতিক সতর্কবার্তা, যার মাধ্যমে বিমানবন্দর, আকাশপথ বা অবকাঠামোগত অস্থায়ী পরিবর্তনের তথ্য জানানো হয় পাইলটদের। শাহজালাল বিমানবন্দরের কর্তৃপক্ষ ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত রানওয়ে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। কিন্তু পাইলট সেই নির্দেশনা উপেক্ষা করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকার আকাশে পৌঁছে যান। ফলে শেষ পর্যন্ত ফ্লাইটটিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, অতীতে এ ধরনের নির্দেশনা উপেক্ষার ঘটনায় সংশ্লিষ্ট পাইলট বা ফ্লাইট ক্রুদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতি এড়াতে ফ্লাইট পরিচালনার সময় পাইলটের উচিত গন্তব্যের রানওয়ে ব্যবহারের সময়সূচি যাচাই করে সিডিউল নির্ধারণ করা।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা