ঢাকা | বঙ্গাব্দ

কাশ্মির হামলা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2025 ইং
কাশ্মির হামলা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: পাকিস্তান ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলাকে ভারতের মোদি সরকারের রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ দাবি করেছেন, এই হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে দুর্বল করার অপচেষ্টা।

রোববার (৪ মে) পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “ভারত কৌশলগত উদ্দেশ্যে এই হামলাকে ব্যবহার করছে। আইএমএফের মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি দুর্বল করাই তাদের লক্ষ্য।”

তিনি আরও দাবি করেন, পাকিস্তানের অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই এই ষড়যন্ত্র করা হয়েছে। আসিফ বলেন, “ভারতের প্রকৃত উদ্দেশ্য উন্মোচনে আমরা স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছি।”

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, পাকিস্তান শিগগিরই সিন্ধু পানি চুক্তি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে এবং যুদ্ধাবস্থার আশঙ্কা থেকে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুটিকে গুরুত্ব দেবে।

২৬ জন নিহত, ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে

সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর এক ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। এ ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ সেই দাবি নাকচ করে দিয়েছে।

এ ঘটনার জেরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপের দিকে গেছে। ভারত একতরফাভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করলে, পাকিস্তান পাল্টা জবাবে সিমলা চুক্তি স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের হুমকি দেয়।

এদিকে শনিবার পাকিস্তান ৪৫০ কিমি রেঞ্জের ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে, যা ভারতের পক্ষ থেকে ‘খোলামেলা উসকানি’ হিসেবে বিবেচিত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ