ঢাকা | বঙ্গাব্দ

বিকাশে পেমেন্ট ও রিচার্জে ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্ট’ সুবিধা

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2025 ইং
বিকাশে পেমেন্ট ও রিচার্জে ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্ট’ সুবিধা ছবির ক্যাপশন:
ad728

বায়োমেট্রিক লগইনের পাশাপাশি এবার ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্ট’ ব্যবহার করে পেমেন্ট ও মোবাইল রিচার্জ করার সুবিধা চালু করেছে বিকাশ। ফলে অ্যাপ ব্যবহারকারীদের লেনদেন হবে আরও নিরাপদ, দ্রুত ও ঝামেলাহীন।

নতুন এই সুবিধায় এখন থেকে ১০০০ টাকা পর্যন্ত যেকোনো পেমেন্ট বা মোবাইল রিচার্জে গ্রাহককে বারবার পিন দিতে হবে না। পিন ভুলে যাওয়া কিংবা গোপন নম্বর বেহাত হওয়ার ঝুঁকি এড়াতে এটি হবে কার্যকর পদক্ষেপ। একইসঙ্গে অ্যাপের নিরাপত্তাও আরও বাড়বে।

এই সেবাটি চালু করতে গ্রাহকরা বিকাশ অ্যাপের লগইন স্ক্রিন বা প্রোফাইল অপশন থেকে বায়োমেট্রিক সেটিংসে গিয়ে পিন দিয়ে ফিচারটি চালু করতে পারবেন। একবার চালু হলে, ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েই প্রতিবার লগইন ও লেনদেন করা যাবে। যেকোনো সময় এই ফিচার বন্ধ করার সুবিধাও রাখা হয়েছে।

তবে নতুন ডিভাইস থেকে অ্যাপে লগইন করলে, পিন পরিবর্তন করলে বা অ্যাপ আনইনস্টল করলে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে পুনরায় সেটিংস থেকে এটি চালু করতে হবে। নিরাপত্তার স্বার্থে প্রতি এক বছর পর আবার বায়োমেট্রিক ফিচার নতুন করে চালু করতে হবে।

বর্তমানে বিকাশ অ্যাপে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশইন, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, ইউটিলিটি বিল পরিশোধ, টিকিটিং, বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ, ইন্স্যুরেন্স, ক্ষুদ্রঋণ ও সঞ্চয়সহ বহু সেবা গ্রহণ করছেন। গ্রাহকের অভিজ্ঞতা সহজ ও নিরাপদ করতে বিকাশের উদ্ভাবন অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : অনলাইন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিকাশে পেমেন্ট ও রিচার্জে ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্ট’ সুবি

বিকাশে পেমেন্ট ও রিচার্জে ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্ট’ সুবি